ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ১১ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জে ১১ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ১১ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো- সিরাজগঞ্জের বাতিয়া গ্রামের জীবন পারভেজ রেজা, বাচ্চু মিয়া, রবিউল করিম, মৌলভীবাজারের করতল গ্রামের আবজাল মিয়া উজ্জ্বল, ঝালকাঠির জুরকাঠি গ্রামের জয়, চাঁদপুরের সাতবাড়িয়া গ্রামের সুমন মিয়া, শেরপুরের ধাতুয়া গ্রামের সুমন, পিরোজপুরের বড়মাছুয়া গ্রামের শাহাদাত হোসেন, জয়পুরহাটের মানিকপাড়ার আপেল, পাবনার নবীন পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলাম ও চাঁদপুরের ভুটাল হাজিবাড়ি গ্রামের মোস্তফা কামাল জয়। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর বিকালে ওই ব্যাংকিংয়ে কর্মরত মামুনুর রশিদ ও জোনায়েদ রহমান মিরাজ তাদের শাখা ব্যাংক থেকে ২৮ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ডাচ্ বাংলা এজেন্ট আউটলেট এবং কয়ড়া ডাচ্ বাংলা আউটলেটের টাকা নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এ সময় পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া পৌরএলাকায় ডাকাতরা একটি মাইক্রোবাস থেকে র‍্যাবের কটি পড়ে ৫/৬ জন ব্যক্তি মোটরসাইকেলটি সংকেত দিয়ে থামায় এবং জোরপূর্বক টাকার ব্যাগসহ মাইক্রোবাসের মধ্যে তুলে নিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এছাড়া তাদের চোখ ও হাত বাঁধাসহ মারপিট করা হয়। এ সময় তাদের কাছে থাকা উল্লেখিত টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং তাদেরকে রাজশাহী-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুরিয়া এলাকায় ফেলে রেখে চলে যায়। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত