অংশীজনের সভা অনুষ্ঠিত

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে বিভিন্ন অংশীজনের উপস্থিতিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের রংপুর জোনের আওতাধীন মোট ১০টি সড়ক বিভাগের অংশগ্রহণে একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

গত রোববার সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের আয়োজনে অফিস অডিটরিয়ামে আয়োজিত অংশীজন সভায় সভাপতিত্ব করেন রংপুর সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া।

সভায় উপস্থিত ছিলেন রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রহিম, দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান ও বগুড়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুপ্তা চাকমা।