ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

স্থানীয় প্রযুক্তির প্রদর্শনী

স্থানীয় প্রযুক্তির প্রদর্শনী

কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

গতকাল দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মূখ্য প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক (উন্নত চুলা ও বায়োগ্যাস প্রযুক্তি) অফিসার আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (পানি বিশুদ্ধকরণ ফিল্টার) অফিসার হাসানুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল থানার ওসি সাব্বির রহমান, সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ, রুহুল আমিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত