ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কার্যকরী পরিষদের অভিষেক

কার্যকরী পরিষদের অভিষেক

হালুয়াঘাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ স্মৃতি সংসদের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে শহীদ স্মৃতি সংসদ প্রাঙ্গণে কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে শহীদ স্মৃতি সংসদের নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ময়মনসিংহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. ইমাম উদ্দিন আহমদ, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান নঈম, সাবেক দপ্তর সম্পাদক মশিউর আলমসহ শহীদ স্মৃতি সংসদের কার্যকরী পরিষদের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত