তারুণ্য মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ৫ দিনব্যাপী তারুণ্য মেলা, লোক ও কারুশিল্প মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল ঈশ্বরদী ডাকবাংলো মাঠে এ মেলার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ মেলার বাস্তবায়ন করছে। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে ঈশ্বরদীয়ান। মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করছে।