দিনাজপুর উপজেলার পার্বতীপুরের ১২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পীরগঞ্জ উপজেলা সিপিবি। ৭ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত করতে এসব বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হিরু সঞ্চালনায় এ উপলক্ষে গতকাল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনের আশিকুর রহমান সৌরভ, রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কাফি সরকার প্রমুখ।