ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২৯ জন নিহতসহ বিভিন্ন ঘটনায় আলোচিত ছিল ২০২৪

সিরাজগঞ্জে ২৯ জন নিহতসহ বিভিন্ন ঘটনায় আলোচিত ছিল ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ১৫ পুলিশ সদস্যসহ ২৯ জন নেতাকর্মী নিহত হয়েছে। এসব ঘটনাসহ ২০২৪ সালজুড়ে সিরাজগঞ্জে বিভিন্ন ঘটনায় আলোচিত ছিল। এ নির্মম ঘটনা নিয়ে শোক ক্ষোভ ও আতঙ্কেরও শেষ ছিল না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি রাতে সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার একটি ফ্ল্যাটের তালা ভেঙে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা রানী সরকার ও তাদের মেয়ে স্কুল ছাত্রী তুষির (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার স্বল্প সময়ের মধ্যেই বিকাশের ভাগ্নে রাজীব কুমারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ব্যবসায়ীক লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। গত ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শ্রেণিকক্ষে ছাত্রের পায়ে গুলি করে আলোচিত হন শিক্ষক ডা. রায়হান শরীফ। ওই কলেজে পরীক্ষা চলাকালীন ওই শিক্ষক উত্তেজিত হয়ে একপর্যায়ে পিস্তল দিয়ে ছাত্র আরাফাত আমিন তমালের পায়ে গুলি করে। এ ঘটনার পরই পুলিশ ওই শিক্ষককে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। ঈদের আগের দিন একটি বেসরকারি সংস্থার কাছে মাত্র ১১ হাজার ২০০ টাকা ঋণের দায়ে ৩ বছরের শিশুকন্যাকে রেখে জেলহাজতে যেতে হয় গৃহবধূ খালেদা পারভীনকে। বেসরকারি সংস্থা উদ্দীপনের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এমন ঘটনা নিয়ে ব্যাপক আলোচিত হয় এবং ৬ দিন পর জামিনে মুক্ত হয় হতদরিদ্র ওই গৃহবধূ। ৮ মে বেলকুচি উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সমর্থকদের হামলায় খুন হন পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের চাচা আব্দুল আলীম। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার ওপর হামলা চালানো হয় এবং ১২ মে হাসপাতলে তার মৃত্যু হয়। কোরবানির ঈদের পরদিন শাহজাদপুর উপজেলার চর বর্ণিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে এক কিশোরসহ উভয়পক্ষের ৩ জন নিহত হয়। ঘটনার দিনই মারা যান ২ জন এবং পরদিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফালাবিদ্ধ কৃষক ফরহাদ হোসেনের মৃত্যু হয়। ওই বছর কৃষকের ৮০টি গরু ও ৫টি মহিষ চুরি হয়। এর মধ্যে ৪০টি গরু ও ৪ মহিষ চুরি হয়েছে তাড়াশে। এসব চুরির ঘটনায় একাধিক চোর গ্রেপ্তারও হয়। জুলাই মাসজুড়ে সিরাজগঞ্জ জেলা শহর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভসহ নানা কর্মসূচি ছিল। প্রতিদিন পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বহু ছাত্র-জনতা আহত হয়। ৪ আগস্ট সরকার পতন আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা শহর দখল করে নেয়। সাবেক এমপি হেনরির পুড়িয়ে দেয়া বাসা থেকে ২ জনের কঙ্কাল উদ্ধার করা হয় এবং ওইদিন শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তিন ছাত্রদল-যুবদল নেতাকর্মী নিহত হয়। একই দিন রায়গঞ্জে ১ সাংবাদিক ও ৫ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া এনায়েতপুরে পুলিশের গুলিতে ৩ ছাত্র-জনতা নিহত হয় এবং ওসিসহ ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়। গত ৪ নভম্বর প্রেমের টানে তুরস্ক থেকে যুবক মুস্তফা ফাইক শাহজাদপুর উপজেলায় আসে এবং ওই উপজেলার কাকিলামারি গ্রামের মেয়ে মল্লিকাকে বিয়ে করেন। গত ২২ নভেম্বর কাজিপুরের অন্তরা খাতুন নামে এক পোশাককর্মীকে প্রেমের টানে বিয়ে করেন চীন থেকে আসা যুবক চেং নাং। মুসলিম ধর্মের নিয়ম মেনে এ বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। এ দুটি বিয়ে নিয়ে ব্যাপক আলোচিত হয়। বিশেষ করে উল্লাপাড়া উপজেলার ডাচ বাংলা ব্যংকিং এজেন্টের সাড়ে ২৮ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় এরই মধ্যে ১১ জন আন্তজেলা ডাকাতকে গ্রেপ্তার করে। এদিকে উল্লাপাড়া, রায়গঞ্জ, চৌহালী, কামারখন্দ উপজেলার পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন আলোচিত ঘটনাও ঘটেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত