পুষ্টির চাহিদা পূরণ ও জিংক ধানের চাষ সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ের দুই হাজার ৪০০ প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ ও ১০০ জাতের বীজ বিতরণ করা হয়েছে। গত রোববার ইএসডিও’র আয়োজনে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্ট প্লাস প্রোগ্রাম রিঅ্যাক্ট-ইন প্রকল্পের আওয়তায় সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- ইএসডিও’র প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়সহ স্থানীয় কৃষক-কৃষাণীরা। প্রকল্প বাস্তবায়নকারি প্রতিষ্ঠান ইএসডিও’র মাধ্যমে চলতি বোরো মৌসুমে এবার জেলার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১ হাজার ২০০, পীরগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৮০০ ও রাণীশংকৈল উপজেলার ৪টি ইউনিয়নের ৪০০ মোট ২ হাজার ৪০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান ও জিংক এবং আয়রণসমৃদ্ধ ৯ হাজার ৬০০ কেজি ধানের বীজ বিতরণ করা হয়।