ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাবা হত্যার বিচার দাবি

বাবা হত্যার বিচার দাবি

পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালককে হত্যার বিচার চাইলেন তার ছেলে হাসিব (১০)।

গতকাল ধুলাউড়ি বাজারে হত্যাকারীর ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি করেন তার একমাত্র ছেলে মাদরাসা পড়ুয়া হাসিব।

ধুলাউড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি জামায়াত নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ১ সপ্তাহ হতে চললো বাবু হত্যাকারী গ্রেপ্তার হয়নি।

তারা অবিলম্বে বাবুর হত্যাকারী আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান। 

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, আসামিকে অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের অভিযান অব্যহত আছে। গত বৃহস্পতিবার উপজেলার ধুলাউরি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের জমি থেকে বাবু হোসেনের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত