কুমিল্লার তিতাসে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। গতকার বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে হোমনা-গৌরীপুর সড়কের কড়িকান্দি বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের নেতৃত্বে র্যালিতে আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জি. শামীম সরকার বিজ্ঞ প্রমুখ।