ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

১৩ কোটি টাকা কৃষি ঋণ প্রদান

১৩ কোটি টাকা কৃষি ঋণ প্রদান

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিরাজগঞ্জ প্রধান শাখা থেকে ৪০৮ জন কৃষকের মাঝে সহজ শর্তে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা কৃষি ঋণ প্রদান করা হয়েছে। এ টাকা নিয়ে তারা কৃষি কাজসহ বিভিন্ন কাজে সহযোগিতা পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে এ পর্যন্ত ওই ব্যাংক থেকে ওই কৃষকদের মাঝে ১৩ কোটি ৫ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। এরমধ্যে মসলা জাতীয়, কৃষি উন্নয়ন ও গাভী পালনসহ বিভিন্ন পর্যায়ে এ ঋণ দেয়া হয়। এ ব্যাংক এরিয়ার কৃষকসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা এ ঋণ গ্রহণের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ব্যাংকের ফিল্ড অফিসাররা তাদের আবেদন যাচাই-বাছাই করেন। এ যাচাই-বাছাই শেষে তাদের আবেদনের ঋণ প্রদানের নির্ধারণ করা হয় এবং ঋণ প্রদান বিধিমতে তাদের মাঝে এ ঋণ প্রদান করা হয়েছে। ব্যাংকের এজিএম শরিফুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে ঋণ প্রদানে কিছুটা বিলম্ব ঘটলেও কৃষকদের ঋণ প্রদান করা হয়েছে এবং এ ঋণ প্রদানের ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত