বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ৮১ জন মানুষ। থানায় জিডির সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো উদ্ধার করে মেহেরপুর পুলিশ। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ে ভুলক্রমে চলে যাওয়া টাকাও ফেরত পাচ্ছেন গ্রাহকরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলায় হারিয়ে যাওয়া ৮১টি মুঠোফোন গ্রাহকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মাকসুদা আকতার। পুলিশ সুপার জানান, গেল কয়েক মাসে জেলার দুই উপজেলা মুজিবনগর ও সদর থানায় ৮১টি মুঠোফোন হারিয়ে যায়। পরে ভুক্তভোগীরা হারানো মুঠোফোন ফিরে পেতে সাধারণ ডাইরি করেন।
হারানো মোবাইল ফোন উদ্ধারে মাঠে নামে জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। দীর্ঘ কয়েক মাস অনুসন্ধান চালিয়ে মুঠোফোনগুলো উদ্ধার করা হয়। পরে বুধবার মুঠোফোনের মালিকদের পুলিশ সুপার কার্যালয়ে ডাকা হয়। তাদের হাতে তুলে দেয়া হয় ফোনগুলো। হারানো ফোন ফিরে পেয়ে খুশি ভুক্তভোগীরা। এজন্য ধন্যবাদ জানান পুলিশ সুপারকে। ফোন হারিয়ে গেলে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলক্রমে অন্যত্র টাকা চলে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডাইরি করার আহ্বান জানান পুলিশ সুপার মাকসুদা আকতার।