ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ ইটভাটাকে জরিমানা

অবৈধ ইটভাটাকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মেসার্স এএমবি ব্রিকস নামক একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ওই ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল আড়াইহাজারের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ ও পরিদর্শক টিটু বড়ুয়া। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। সহকারী কমিশনার নঈম উদ্দিন জানান, অভিযানে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের শিলমান্দী এলাকায় মাসুদুর রহমানের মালিকানাধীন মেসার্স এএমবি ব্রিকস নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করে এই ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের আদেশ অমান্য করে দীর্ঘ দিন ধরে এই ইটভাটার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত