ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তারুণ্যের উৎসবের উদ্বোধন

তারুণ্যের উৎসবের উদ্বোধন

গতকাল চাঁদপুর স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধন পূর্বে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, এ উৎসব তরুণ ও ছাত্র জনতার। আমরা চাই আমাদের শহরে কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না।

কোথাও কোনো অপরিষ্কার থাকবে না। আমরা চাঁদপুরকে সন্ত্রাসমুক্ত গঠন করতে চাই। নতুন বছরের প্রথম দিনে এই হোক আমাদের অঙ্গীকার। আমাদের প্রতিজ্ঞা হোক এই দেশকে আমরা নতুন করে গড়তে চাই।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত