ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের রামুতে সড়ক ও জনপদ বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ দোকানঘরসহ সাড়ে তিন শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল পর্যন্ত চৌমুহনী ও পঞ্জেগানা স্টেশনে অভিযান চালিয়ে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুন্সী জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ গড়ে ওঠা দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে রামু চৌমুহনী স্টেশন ও পঞ্জেগানা স্টেশনে অভিযান পরিচালনা করে দোকানঘরসহ সাড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেন কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, রামু ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা। অভিযানে চৌমুহনী স্টেশন ও পাঞ্জেগানা এলাকার প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে কাউকে আটক না করা হলেও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করে দেন এসিল্যান্ড। জানা যায়, ফুটপাত দখল করে দোকানঘর ভাড়া দিয়ে আসছিলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। যে কারণে চৌমুহনী স্টেশনে যানজটসহ নানা দুর্ভোগের শিকার হয়ে আসছে রামুর দূরদূরান্ত থেকে আসা জনসাধারণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত