ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দেশজুড়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশজুড়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। ১৬ বছর পর বাধাহীন ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার দেশজুড়ে ছিল ব্যাপক আয়োজন।

বগুড়া : আলতাফুনেচ্ছার খেলার মাঠে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কীর সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক পৌর মেয়র একেএম মাহবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।

পিরোজপুর : জেলা স্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাব চত্বরে গিয়ে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা ছাত্রদলের সভাপতি হাসাস আল মামুনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পিওসহ নেতাকর্মী অনংগ্রহণ করেন। পরে জেলা ছাত্রদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

রাজবাড়ী : পাঁচ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা জেলা শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হয়ে দিনটি উদযাপন করেন। সেখানে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব কামরুল আলম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আসলাম মিঞা এবং রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। বক্তারা ছাত্রদলকে দলের সাংগঠনিক শক্তি হিসেবে উল্লেখ করে একতা, ঐক্য এবং সংগঠনের শক্তি বৃদ্ধির আহ্বান জানান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক এবং বাজার প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ফেস্টুন, ব্যানার এবং বাদ্যযন্ত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাঙামাটি : রাঙামাটি পৌরসভা চত্বর থেকে জেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার, ফেস্টুন, ধানের শিষ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে শেষে হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শেরপুর : জেলা ছাত্রদলের আয়োজনে শহরের নিউমার্কেট থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন, মো. আজিজুর রহমানসহ জেলার ৫ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজা নওশাদ ও সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাট বাজারে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজা নওশাদ ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ্ সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

শ্যামনগর (সাতক্ষীরা) : বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন থানা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ। দলীয় পতাকা উত্তোলন করেন ছাত্রদলের সভাপতি আবু ও সাধারণ সম্পাদক আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম সম্পাদক আশেক এলাহী মুন্না, প্রচার সম্পাদক আজিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর সিদ্দিকী, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, ছাত্রদলের সভাপতি আবু ও সাধারণ সম্পাদক আল মামুনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

থানা ছাত্রদলের র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ধোবাউড়া (ময়মনসিংহ) : র‌্যালি শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মফিউ উদ্দিন, আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন. বিএনপি নেতা আব্দুল কদ্দুস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল সহ-সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মোমিন শাহীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত