ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কোরআন তিলাওয়াত ও গজল প্রতিযোগিতা

কোরআন তিলাওয়াত ও গজল প্রতিযোগিতা

শেরপুরের ঝিনাইগাতীতে কোরআন তিলাওয়াত ও গজল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ঝিনাইগাতী দারুল ফালাহ মাদরাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মাদরাসার শিক্ষার্থীদের গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল ফালাহ ইসলামি ফাউন্ডেশন’ এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির। ঝিনাইগাতী দারুল ফালাহ মাদরাসা মোহতামিম মাওলানা মো. ছফির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী শাকিব আহমেদ শান্ত, মাওলানা মো. আশরাফুল ইসলাম, আয়োজক সংগঠনের হাফেজ জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত