হুইল চেয়ার ও ট্রাইবেকার সাইকেল বিতরণ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, ঋণগ্রহিতা আমেনা বেগম, ইউসুফ আলী, বেসরকারি এতিম খানার প্রতিনিধি শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ইউসুফ আলী, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, ইউনিয়ন সমাজকর্মী মকলেছুর রহমান, ফিল্ড সুপার ভাইজার গিয়াস উদ্দিনসহ আরো অনেকে।