ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় সমাজসেবা দিবস পালিত

জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার সারাদেশে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

এবার দিবসটির প্রতিপাদ্য ছিল- নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার।

রংপুর : জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় রংপুরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিলো দিবসটির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্ত আড্ডা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলতে আহত ও নিহত পরিবারের মাঝে পুরস্কার ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আসাদুজ্জামান। আলোচক হিসেবে ছিলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী (বিপিএম), অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শরীফ উদ্দিন, রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার আরিফুর রহমান ও নুর ই জান্নাতের সঞ্চালনায় আড্ডার সূচনা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন।

নওগাঁ : জেলা শহরের পুরাতন কালেক্টর চত্বরে ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। পরে একটি র‌্যালি হয়। এসময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত আলী, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ সমন্বয়কসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেরপুর : জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এক ওয়াকাথন অনুষ্ঠিত হয়। এরপর মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতি ছিলেন শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ,টি,এম আমিনুল ইসলাম।

বগুড়া : জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ কাওছার রহমানের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে কল্যাণ রাষ্ট্রবিষয়ে মুক্ত আড্ডা নামক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম ও সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডা. ফারজানুল ইসলাম। আলোচনায় বক্তারা বলেন, সমাজের বঞ্চিত মানুষের অবস্থা, দুর্দশা ও হতাশার চিত্র তুলে ধরার লক্ষ্যে এ দিবসের আয়োজন। সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ, কল্যাণমূলক ধারণা প্রচার এবং সামাজিক সচেতনতা জাগ্রতকরণ এ দিবস পালনের উদ্দেশ্য।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সমাজসেবা অফিসার ইকবাল হোসাইন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান।

মেলান্দহ (জামালপুর) : উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, এম.এ. রশীদ এতিম খানা ও প্রবীণ নিবাসের সুপার আলহাজ আবু বকর সিদ্দিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।

রাজাপুর (ঝালকাঠি) : উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে ওয়াকাথন শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ওয়াকাথন শেষে উপজেলা সভাকক্ষে সবাই মুক্ত আড্ডায় মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, যুবউন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বসার, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলেটর মো. ইমরান আলীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।উপজেলা প্রশাসকের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া’র সভাপতিত্ব ও সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আরিফুল হক, যুগ্ম সম্পাদক সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ প্রমুখ।

ভান্ডারিয়া (পিরোজপুর) : দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়াকথন ও কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ক মুক্ত আড্ডায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) আবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক সামসুল ইসলাম আমিরুল, মহিববুল্লাহ হাওলাদার, সুপার কালাম সাইফুল্লাহ, মাহাবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত