রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে পৈত্রিক সূত্রে পাওয়া তিনটি দোকানঘর জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আশিক আহমেদের বিরুদ্ধে দোকান মালিক ফারুক হোসেন আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেছেন। তবুও দখলচেষ্টা ও হুমকি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত আশিক আহমেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।বাদী ফারুক হোসেন জানান, তার পিতামহ ওয়াহেদ শেখ বালিয়াকান্দি বাজারের ৪৭ নং মৌজায় ১১ শতাংশ জমির মালিক ছিলেন। মৃত্যুর আগে তিনি তার ছয় ছেলের মধ্যে এই জমি ভাগ করে দেন। তিন ছেলে দোকান পরিচালনার জন্য রাস্তার পাশের জমি পান, যেখানে বর্তমানে আরোগ্য ফার্মেসী, সুজন সুইট, এবং শুভ মিস্টান্ন ভান্ডার নামের দোকান রয়েছে। গত ১৭ ডিসেম্বর অভিযুক্ত আশিক আহমেদ ভাড়া করা লোকজন নিয়ে এসে দোকান ঘর দখলের চেষ্টা করেন এবং হোটেলগুলোতে ভাঙচুর চালান।