ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভুট্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ভুট্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের প্রান্তিক কৃষক আমজাদ হোসেনের ভুট্টা ফসল কেটে ক্ষতি করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক গতকাল শুক্রবার সকালে জমিতে গিয়ে এ ফসলের ক্ষতি দেখতে পান। জানা যায়, কৃষক আমজাদ হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ২ খণ্ডে ৭৫ শতক জমি বাৎসরিক লিজ নিয়ে ভুট্টা ফসলের চাষাবাদ করেছে। তার এ জমিতে ফলনশীল ভুট্টা বীজ কিনে চাষাবাদ করে। এ চাষাবাদে এ পর্যন্ত প্রায় অর্ধলাখ টাকা খরচ হয়েছে এবং ভুট্টা ফসলে মোচা আসতে শুরু করেছে। গতকাল সকালে বাড়ি থেকে দূরে মাঠের ৩৫ শতক জমিতে গিয়ে দেখে সিংহভাগ জমির ভুট্টাগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন- অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত