মানিকগঞ্জে মোজাফফর হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈলতলা ও সিংজুরি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে কয়েকশ নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা, গত ২৮ ডিসেম্বর হত্যাকাণ্ড ঘটলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। অতি দ্রুত হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানসহ সব দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আসামিদের গ্রেপ্তারে তালবাহানা করলে সামনে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। বাড়ির সীমানা পিলার তুলে ফেলে প্রতিবেশি আব্দুর রহমান। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে ঘাড়ে বাড়ি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুজাফফরের।