আইবিডব্লিউএফের সম্মেলন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার স্লোগানে আইবিডব্লিউএফ ঝালকাঠি জেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সম্মেলন প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম। আইবিডব্লিউএফ ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ এর প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, কেন্দ্রীয় ম্যাজেনমেন্ট কমিটি সদস্য মো. হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি শেখ নেয়ামুল করিম, আইবিডব্লিউএফ সভাপতি বরিশাল অঞ্চল ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার।
সম্মেলনে ঝালকাঠির আইবিডব্লিউএফ এর ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে নাসির মৃধার নাম ঘোষণা করা হয়। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে আইবিডব্লিউএফ সদস্যরা উপস্থিত ছিলেন।