মাগুরার শ্রীপুরে এক সপ্তাহ পর আলোচিত সেই অলৌকিক জোড়া শিশু গতকাল শুক্রবার মারা গেছে। গত বৃহস্পতিবার শিশুটিকে ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেয়া হয়। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সেখানে ১টি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আসার পর জোড়া লাগানো অন্য শিশু মারা যায়। শিশুটির ২টি মাথা, ৪টি হাত, ৩টি পা, ১টি পেট ও নাভী, ১ পায়ে ৮টি আঙ্গুল ও পুরুষাঙ্গ ১ নিয়ে অস্বাভাবিক জোড়া লাগা শিশুর জন্ম গ্রহণ করে। পরিবারের লোকজন নাম রাখেন হাসান এবং হুসাইন। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী গ্রামের হানিফ ও মিতা দম্পতির ঘরে জোড়া শিশু জন্মগ্রহণ করে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে একটি শিশু ও দুপুরের দিকে অন্য শিশু মারা যায়। এলাকায় তাদের মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে এলাকার লোকজন শেষ দেখা দেখতে ভিড় জমান। শিশুদের বাবা হানিফ শেখ জানান, জোড়া শিশু জন্মের প্রথমে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তারপর জোড়া শিশুর মাগুরা শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল হাইকে দেখাই। তিনি ফরিদপুর শিশু হাসপাতালে পাঠান। সেখান থেকে আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দেন। গত বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেয়ার পর ডাক্তার দেখাই। আজ সকালে একটি আর দুপুরে অন্য শিশু মারা যায়। আমি ওদের আদর করে নাম রেখেছিলাম হাসান এবং হুসাইন। আল্লাহ আমাকে ৩ মেয়ের পর ছেলে সন্তান দিয়েছিলেন। তাও আমার রইলো না। আজ মাগরিব নামাজের পর ঘসিয়াল-চর চৌগাছী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ঘসিয়াল-চর চৌগাছী সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়।