নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

উপজেলার টোক ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসানকে গতকাল শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টোক ইউনিয়নের কাসেরা গ্রামের জালাল উদ্দিনের পুত্র।

তার বিরুদ্ধে টোক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে একক আধিপত্য বিস্তারের মাধ্যমে চাঁদাবাজি, জবর দখল ও এক তরফা সালিসি বৈঠক করে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা ও তাদের মোটরসাইকেল ও কাপাসিয়া জেলা পরিষদ ডাকবাংলোতে ভাঙচুর করে আগুন দিয়ে পুরিয়ে দেয়ার অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভোর রাতে বিশেষ অবিযান চালিয়ে টোক এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।