ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের শাস্তি নিশ্চিতসহ দ্রুত অপরাধীদের নাম প্রকাশের তিন দফা দাবি জানিয়ে রংপুরে সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, গত দুই মাস আগে বেরোবি ১০৮তম সিন্ডিকেট সভায় প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-আন্দোলনে জড়িত ৭২ জন অপরাধীর তালিকার কথা উল্লেখ করা হলেও এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি। তাই আগামী ৫ জানুয়ারির মধ্যে অপরাধীদের তালিকা প্রকাশ ও ছাত্র সংসদ নির্বাচনের ফুল রুট ম্যাপ ঘোষণার দাবি জানান তারা। এ সময় আবু সাঈদের রক্তমাখা ক্যাম্পাসে লেজুরবৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির নীতিমালা প্রকাশেরও দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আগামী ৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিন দফা দাবি আদায়ের ওপর বক্তব্য রাখেন- রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব বেরোবির শিক্ষার্থী রহমত আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত