খেলা নিয়ে হামলায় বৃদ্ধসহ আহত চার
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধসহ চারজন গুরুত্বর আহত হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগা উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও উত্তর পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারী তাহের বেপারীকে আটক করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঐ এলাকার মৃত রাজ্জাক বেপারীর ছেলে তাহের বেপারীর নেতৃত্বে তার ছেলে জিসান, জিদান, ভাই আজাহার, ভাতিজা ফয়সাল হাতে দা, লাঠি, লোহার রড নিয়ে অতর্কিত ব্যাডমিন্টন খেলার মাঠে হামলা চালিয়ে কামাল বেপারীর ছেলে ইমন, জীবন ও ভাতিজা হিরোকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় কামাল বেপারী তার ছেলে ও ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে এবং আহতদের সাথে থাকা ৩টি মোবাইল সেট, ২টি স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ একটি ম্যানিব্যাগ নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। শ্রীনগর থানার এসআই তারেক বলেন, পরিস্থিতি সামাল দেয়ার জন্য একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।