সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। এ নিয়ে ওই মামলায় গ্রেপ্তার সংখ্যা ১০ এ। সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সুত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় ওই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে স্কুল ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে মারপিট ভাঙচুর ও লুটপাট করা হয় এবং ওই স্কুলছাত্রীকে একটি কচুখেতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায তার বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ১১ জনকে যাবজ্জীবন সাজা এবং তাদেও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন। এ মামলায় এরই মধ্যে ৯ জন কারাগারে থাকলেও জহুরুল ১৭ বছর ধরে মালয়েশিয়াতে আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্য ১ জনকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।