জীবিকার তাগিদে শতবছর বয়সেও বাঁশ-বেতের কাজ
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মামুন চৌধুরী, হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা পাহাড় বেষ্টিত কালিয়াবাড়ি পুঞ্জি। এ পাহাড়ি এলাকায় নানা প্রজাতির বাঁশ রয়েছে। এ সব বাঁশের বেত দিয়ে নানান জিনিস তৈরি করছেন কালিয়াবাড়ি পুঞ্জির শতবর্ষী সবচন্দ্র দেববর্মা। বাঁশ বেত দিয়ে তিনি জিনিস তৈরি করে প্রায় ৬০ বছর ধরে জীবন-জীবিকা পরিচালনা করছেন। এর আগে তিনি অন্য পেশায় করেছেন। বর্তমানে এভাবে জীবন পরিচালনা করতে পেরে আনন্দিত জানিয়ে সবচন্দ্র দেববর্মা জানান, কালেঙ্গা পাহাড়ি এলাকায় প্রচুর বাঁশ রয়েছে।
তাই বেকার না থেকে বাঁশ সংগ্রহ করে বেত প্রস্তুত করি। এ বেত দিয়ে জিনিস তৈরি করেন। এ সব বাজারে বিক্রি করে জীবন পরিচালনা করছেন। তিনি বসে থাকতে রাজি নয়। তাই বৃদ্ধ বয়সেও পরিশ্রমের মাধ্যমে রোজগার করতে পেরে গর্ববোধ করেন।
তিনি বলেন, সরকারি সহযোগীতার পাওয়ার আশায় সময় নষ্ট না করে বাঁশ বেতের কাজে ব্যস্ত থাকি। এতে চাটাই, ওড়া, ঝুড়ি, কুলা, ডালা, খাঁচাসহ নানা সামগ্রী তৈরি করছি। এ সব স্থানীয় বাজারে বিক্রি করে ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার হয়। এছাড়া সন্তানরা নানা পেশায় কাজ করে রোজগার করছে। এ সব দিয়ে পরিবার নিয়ে কোনোমতে খেয়ে পড়ে বেঁচে আছি। সৎভাবে রোজগার করার আনন্দটা আলাদা।
সবচন্দ্র দেববর্মার স্ত্রী শ্রীকন্যা দেববর্মা জানান, বেঁচে থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না। সামান্যতেও চলা যায়। এখানে হতাশ হয়ে লাভ কি। আমরা অল্পতে খুশি, সুখেই আছি। স্থানীয় বাসিন্দারা বলেন, সবচন্দ্র দেববর্মা পরিবার নিয়ে কালিয়াবাড়িতে বসবাস করে বাঁশ বেত দিয়ে নানা জিনিস তৈরি করে বিক্রি করছেন। এ সব বিক্রির লাভের টাকায় তিনি পরিবার নিয়ে চলছেন। তিনি শান্তপ্রিয় লোক। সরকারিভাবে আর্থিক সহযোগীতা করলে তিনি আরো এগিয়ে যেতে পারবেন। তার সঙ্গে এ শীতে সবচন্দ্র দেববর্মাসহ শীতার্তদেরকে শীতবস্ত্র দেয়ার দাবি জানান তারা। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আবদুল্লাহ ভূঞা বলেন, যারা বাঁশের খাঁচা বানিয়ে জীবিকা চালান, তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য চেষ্টা করা হবে। তারা সমিতি গঠন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমিতি করলে নিয়মানুযায়ী সেই সমিতিকে নিবন্ধনের বিষয়ে সহযোগিতা করা হবে। এতে প্রতিবছর আর্থিক অনুদান পাওয়ার সুযোগ থাকবে।