স্থানীয় প্রশাসনের অভিযান ও জরিমানার পরও চট্টগ্রামে হাটহাজারীরতে চলছে কৃষি জমি কাটার মহাৎসব। উপজেলা গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করে মানচিত্র থেকে উধাও করে দিচ্ছে কিছু দৃষ্কৃতকারী। চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে গত বছরের ২ ডিসেম্বর ও চলতি বছরের ১ জানুয়ারি দুই বার লিখিত অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনা অমান্য করে কৃষি জমিতে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
অভিযোগের সূত্রে জানাযায়, হাটহাজারীর ৯নং গড়দুয়ারা ইউনিয়নের ৬,৭নং ওয়ার্ডের হালদা বেড়িবাঁধ সংলগ্ন, প্রায় ২০ একর ভরাটকৃত সরকারি খাস ও ব্যক্তি মালিকানাধীন জায়গাতে স্থানীয়রা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। কয়েকজন দুর্বৃত্ত চট্টগ্রাম জেলা প্রশাসক ও স্থানীয় হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতদিনে সমানতালে হালদা নদী বেড়িবাঁধ সংলগ্ন জাযগা থেকে প্রতিদিন ড্রাম ট্রাক ভর্তি করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে হাটহাজারী উপজেলা প্রশাসন সরজমিনে গিয়ে মাটি খেকোদের ৫০ হাজার টাকা জরিমানা করে আবার গত কয়েদিন পূর্বে আবাবো ইউএনও ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে স্কেবটরের ব্যাটারি জব্দ করেন। স্থানীয় জমির মালিকেরা ও সামাজিক ব্যাক্তিদ্বয় এ সব অপকর্মের ব্যাপারে স্থানীয় উপজেলা প্রশাসনকে অবিহিত করলে প্রশাসন লোক পাঠিযে সরজমিনে গিয়ে মাটি কাটতে নিষেধ করার পরও তারা আরো বেপরোয়া হয়ে দিনে রাতে মাটি কেটে নিয়ে যাচ্ছে।