ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

সেনাবাহিনীর অভিযানে কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় বিএনপির এক নেতার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার হয়েছে।

গতকাল শনিবার সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় নুরে বুলবুল বাড়িতে ছিলেন না। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত