ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গণপিটুনিতে ডাকাত নিহত

গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে আবারো গণপিটুনিতে মুকুল (৪৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।

স্থানীয়রা বিষয়টি টের পেলে আশপাশ থেকে চারশ’ থেকে পাঁচশ’ জন লোক বের হয়ে ডাকাতদলকে ঘেরাও দেয়। এ সময় ৭/৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী।

পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের বিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুকুল স্থানীয় জোকারদিয়া এলাকার মৃত কাবিলের ছেলে। এরআগে গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে বিল্লাল নামের এক ডাকাত গণপিটুনিতে মারা যায়। ওই সময় ডাকাত দলের এক নারী সদস্যও গণপিটুনিতে আহত হয়েছে। যদি ওই নারী নিজেকে পতিতা বলে দাবি করেন। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহত মুকুলের বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত