ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ

ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ

শেরপুরের নকলায় আদালতের আদেশ টেটাসকো অমান্য করে ভূমি জবরদখল এবং নালিশি জমিতে নির্মাণ কাজ ও মাটি ভরাট বন্ধের দাবিতে আজিম উদ্দিন নামে এক কৃষক সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দিকে এই সম্মেলন করা হয়। আজিম উদ্দিন শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের চকপাঠাকাটা এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। আজিম উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার পৈত্রিক সম্পতিতে কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করে আসছি। তবে জীবীকার তাগিদে কাঠের ফার্নিচারে রং করার কাজও করি। আমার অসহায়ত্ব ও অশিক্ষাকে পুঁজি করে আব্বাস আলী গংরা আমার দখলে থাকা বেশ কিছু পৈত্রিক জমি দীর্ঘ্যদিন ধরে ওয়ারিশ দাবি করে জোরজবর দখল করার চেষ্টা করে আসছে। তাই এলাকাবাসীর পরামর্শে আমার পিতার উত্তরসূরি হিসেবে আমার ভাই-বোনদের পক্ষে আমি শেরপুর সহকারী জজ আদালতে ২০২৩ সালের ১১ জুনে একটি বাটোয়ারা মামলা করি। মামলাটি বিচারাধিন আছে। এরই মধ্যে ওই মামলার শুনানির ৮টি তারিখ অতিবাহিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত