ব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ সমবায় ভবনে সকাল দশটায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ভূমি উন্নয়ন সমবায় ব্যাংকের সভাপতি আব্দুর রশিদ সরদার। ব্যাংকের সাধারণ সম্পাদক দিলদার হোসেন খানের সঞ্চালনায় অন্যান্য মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেন্ট্রাল কো? -অপারেটিভ ব্যাংকের সভাপতি আহসান উল্লাহ আখন্দ, সাবেক জেলা সমবায় অফিসার মান্নান মিয়াজী, ব্যাংকের ডাইরেক্টর শেখ মহিউদ্দিন রাসেল, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায় প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্যাংকের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য এরশাদ মিয়াজী, মুরাদ হোসেন খাঁন, বীর মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাসার, হাবিবুর রহমান প্রমুখ।