ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

আগুনে ১০ গরু পুড়ে ছাই

আগুনে ১০ গরু পুড়ে ছাই

নেত্রকোণার বারহাট্টায় গোয়ালঘরের আগুনে ১০ গরু পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে কৃষকের। শনিবার রাত সাড়ে ৩টার (৫ জানুয়ারি) দিকে উপজেলার বড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের নাম সোহেল মিয়া ও শাহীন মিয়া। তারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষক সোহেল ও শাহীন জানান, আমরা দুই ভাই মিলে দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে আসছি। গোয়ালঘরে ছোট-বড়সহ ১০টি গরু ছিল। দুই-একদিনের মধ্যে বাছুর দেয়ার সম্ভাবনা ছিল একটি গাভীর। আগুনে সব শেষ হয়ে গেছে। রাতেই মারা যায় ৪টি গরু, বাকিগুলো পরেরদিন মারা গেছে। আমাদের ১০ লাখ টাকার ক্ষতি অইছে। বাড়ির সবার মাঝে এখন স্বজন হারোনোর কষ্ট। সোহেল বলেন, জমিতে টিলার দিয়া আল বাইয়া রাইত বাড়িত আইছি। গাইডা গাভীন। আমার স্ত্রীরে কইছি খেয়াল রাইখ্যো। এর মধ্যেই চাচি আইয়া কইতাছে যে, গোয়াইলে আগুন লাগছে। চিল্লা-চিল্লি শুইন্যা লোকজন আইয়া চেষ্ঠা করছে, লাভ অয় নাই। খুব তাড়াতাড়ি সব জ্বইল্যা গেছে। প্রতিবেশী এস এম সায়েম কাদের পরাগ বলেন, আগুন লাগার খবর শুনে আমরা অনেকেই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ রক্ষা করতে পারিনি। গোয়ালে ১০টি গরু ছিল, ৪টি গরু রাতেই মারা গেছে। বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। এখন আমি জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে। মিটিং শেষে ঘটনাস্থলে যাব। ক্ষতিগ্রস্তরা চাইলে আর্থিক সহায়তা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত