পশ্চিম ও পূর্ব সুন্দরবনের গহিনে বিভিন্ন নদী খালে অবৈধভাবে চলছে পারসে মাছের পোনা শিকার। একশ্রেণির অসাধু চক্র বন বিভাগের নিষেধাজ্ঞা না মেনে সুন্দরবনের আলোরকোল, নীলকমলসহ বনের গহিনের অন্যান্য নদী ও খাল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পারসে মাছের পোনা আহরণ করে ইঞ্জিনচালিত ট্রলারযোগে মংলার পশুর নদী ও দাকোপের শিবসা নদী দিয়ে দাকোপ, চালনা, পাইকগাছা, বটিয়াঘাটা, আশাশুনি ও কয়রা এলাকায় মৎস্য সেটে উচ্চমূল্যে বেচাবিক্রি করে ফায়দা লুটে নিচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কয়রা ও দাকোপের ৩০টি চক্র অর্ধশত ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে বর্তমানে সুন্দরবনে পারসের পোনা আহরণে ব্যস্ত সময় পার করছে। আলোরকোল, নীলকমল, হংসরাজ, কাগা, পুস্পকাটি, মান্দারবাড়িসহ বনের গহিনের নদীখালে বন বিভাগের পাস পারমিট ছাড়া পোনা শিকার করছে শত শত জেলে। কিছু অসাধু বনরক্ষীদের সাথে মোটা অংকের চুক্তিতে পারসের পোনা শিকার করা হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানায়। সুন্দরবনে ইঞ্জিনচালিত বোট ও ট্রলার চলাচলের অনুমতি না থাকা সত্ত্বেও পোনা নিধনকারী চক্রগুলো নিয়মের তোয়াক্কা করছে না। প্রতিনিয়ত পোনা বহনকারী ট্রলারগুলো রাতের অন্ধকারে শিবসা নদী ও পশুর নদী দিয়ে লোকালয়ের মৎস্য আড়তে নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে। এ কাজে চিহ্নিত দালাল চক্র সহযোগিতার ভূমিকায় রয়েছে। সুন্দরবন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, পারসের পোনা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।