ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অধ্যক্ষকে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যক্ষকে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গজারিয়ায় ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্তকৃত গজারিয়া কলিম উল্লাহ কলেজের অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজার বরখাস্তাদেশ প্রত্যাহারপূর্বক তাকে স্বপদে বহালের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল কলেজের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন শিক্ষার্থী সীয়াম, কিবরিয়া, জিহাদ, শিফাত, শাকিল প্রমুখ। বিষয়টি সম্পর্কে সাময়িকক বরখাস্ত হওয়া অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা বলেন, আমাকে যেভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা সঠিক হয়নি। এডহক কমিটি কখনো অধ্যক্ষকে বরখাস্ত করার ক্ষমতা রাখে না। বিষয়কে নিয়ে আমি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে আদালত আমার সাময়িক বরখাস্তের আদেশটি স্থগিত করে একটি রুল জারি করে। ম্যানেজিং কমিটি আদালতের স্থগিতাদেশটি স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করলে সেটি খারিজ হয়ে যায়। আইন অনুযায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে আমার আর কোন বাধা থাকার কথা নয়; কিন্তু আমাকে সেটা করতে দেওয়া হচ্ছে না। আমি কলেজে গেলেই আমাকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় এমনকি আমাকে হাজিরা খাতায় স্বাক্ষর পর্যন্ত করতে দেওয়া হয় না। আমার সাথে যেটা করা হচ্ছে সেটা একদিকে যেমন অমানবিক অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। আন্দোলনের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মৎ খালেদা নাহার বলেন, ‘আজকে যারা আন্দোলন করছে তারা সাবেক অধ্যক্ষের দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলন করছে। আমরা শুনতে পেয়েছি লক্ষাধিক টাকার প্রলোভন দেখিয়ে তাদের আন্দোলনে নামানো হয়েছে’। বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, ‘আদালতের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।=

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত