ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘চলতি মাসেই বই পাবে শিক্ষার্থীরা’

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
‘চলতি মাসেই বই পাবে শিক্ষার্থীরা’

চাঁদপুর-১ কচুয়া আসনের দুইবারের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান প্রেক্ষাপটে পাঠ্যপুস্তক পৌঁছাতে কিছুটা বিলম্বিত হলেও তা চলতি মাসেই হাতে পাবে শিক্ষার্থীরা। এমনটাই এই সরকার জানিয়েছে। কাজেই কেউ পাঠ্যপুস্তক নিয়ে বিচলিত হবেন না। গত শনিবার বিকালে কচুয়া সাচার উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির এক জনসমাবেশে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরো বলেন, এই মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই মাটি তারেক রহমানের ঘাঁটি। এই মাটি বিএনপির ঘাঁটি। আমরা যারা রাজপথে ছিলাম তারাই এখনো আছি। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তারা এখন নেতা সাজতে আসলে দল এটা মেনে নেবে না। আগামী নির্বাচনে এই কচুয়া আসন বিএনপির ধানের শীষ জয়ী হবে। এটাই এই জনসমুদ্রের জনসমাবেশ প্রমাণ করে।

চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইউসুফ মিয়াজীর সঞ্চালনায় ও সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। এছাড়াও কচুয়া উপজেলা বিএনপি সভাপতি খায়রুল আবেদীন মিয়া স্বপনসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে দুপুর থেকেই সমাবেশস্থলে ব্যাণার ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশ স্থলের আশপাশের রাস্তায় বড় বড় গেট। এতে প্রায় অর্ধলাখ লোকের জনসমাগম উপস্থিত ছিল বলে দাবি আয়োজকদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত