নরসিংদীর মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স বিদ্যালয়ে অর্থ ও মালামাল লুট, নিয়োগের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপ-প্রচারকারী ইউসূফ হাসানের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মহাসচিব মো. ইকবাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান খান, যুগ্ম মহাসচিব কাজী আমিরুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক তাইজ উদ্দিন ফরাজী, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. তোতা মিয়াসহ শিক্ষক কর্মচারীরা। অভিযুক্ত ইউসূফ হাসান মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের দুর্বাকান্দী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তারা বলেন, ২০০৯ সালে চুলা গ্রামের তোতা মিয়া, খোকা মিয়া ও তাদের তিন বোন মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স এবং প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নামে ১১৩ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে দুটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইউসুফ হাসান। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে চাকরির দেয়ার নামে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন তিনি।
ইউসূফ হাসান একজন প্রতারক।