সদর উপজেলার দাদশী ইউনিয়নের কুশনাবাদ মাঠে দুর্বৃত্তরা এক কৃষকের এক বিঘা জমির কুমড়া ক্ষেত নষ্ট করে দিয়েছে। এতে একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, প্রায় ৩০ দিন আগে ধারদেনা করে এক বিঘা জমিতে ৮৫০টি কুমড়া গাছের চারা রোপণ করেছিলেন। এই ক্ষেত পরিচর্যায় তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছিল। তিনি বলেন, রাতে দুর্বৃত্তরা সব গাছ কেটে দিয়ে গেছে। এটাই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস।