ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডবাসী। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার তালিকা থেকে বাদপড়া ভোটাররা তাদের তালিকাভুক্ত করার দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলর সোহেল রানা ডলার, সমাজসেবক নুর মোহাম্মদ, সমাজসেবক সোহেল রানাসহ ওয়ার্ডটির বিশিষ্টজনেরা। এ সময় তারা বলেন, বিগত সময়ে কিছু ব্যক্তি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ভোটার এলাকার সীমানাকে কেন্দ্র করে ভোটারদের বিভক্ত করেছে। এই এলাকার প্রায় ৮০০ ভোটারকে পৌরসভা থেকে বাদ দিয়ে আমদহ ইউনিয়ন পরিষদের আওতায় দেয়া হয়েছে। এ সব ভোটাররা নাগরিক সুবিধা পেতে বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছে। পুনরায় তাদের
পৌরসভার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।