ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

তালা বাজারে দত্ত মোবাইল অ্যান্ড ইলেক্ট্রনিক্স এর দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের এ সময় বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। দোকানের মালিক প্রশান্ত দত্ত জানান, আজ সকাল ৯টায় দোকান খোলার সময় সাটারের তালা ভাঙা দেখতে পাই। দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি দামী স্মার্টফোট নাই। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায়- ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত ৫ সদস্যের একটি চোর চক্র চুরি করে পালিয়ে যায়। এ সময় দুই চোর ভিতরে প্রবেশ করে এবং অন্য তিনজন বাইরে ডিউটি করছিল। তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত