সুষ্ঠু ভোট দিলে হাসিনাকে পালাতে হতো না
আবদুস সালাম
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম বলেছেন, ভোটের জন্যই তো রক্ত দিয়েছি, সুষ্ঠু ভোট দিলে শেখ হাসিনাকে পালাতে হতো না। যদি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতো, তাহলে দেশের অবস্থা এমন হতো না। ভোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, এরপর বাকশালের বিরুদ্ধে লড়াই করেছি, এরপর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি।
সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার। এ দেশের মালিক জনগণ, শেখ হাসিনা নয়, ইন্ডিয়া নয়। যারা রাজনৈতিক বিভক্তি করার চেষ্টা করছেন সবার অতীত জানি। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করি, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেই। গণতন্ত্র ফিরে আনি, এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তিনি গতকাল বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে জেলা বিএনপির কর্মী সভয় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। তিনি আরো বলেন, এদেশের মানুষ আর ফেলানী হতে চায় না, পরাধীন হতে চায় না, আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না, সেটা শিখিয়েছে বিএনপি। বাংলাদেশের রাজনীতি দুটি ভাগে বিভক্ত একটি আধিপত্যবাদী শক্তি আর অন্যটি জাতীয়তাবাদী শক্তি। এর মাঝামাঝি কিছু নেই। দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই, খালেদা জিয়া ও তারেক রহমানের বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্য বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে চলতে চায়, ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবিলা করে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. একেএম মাহবুর রহমান, বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এএইচএম ওবায়দুর রহমান চন্দন। এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ জেলা বিএনপির নেতারা ও বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।