ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার দুই

সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার দুই

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ বছর ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত ১ জন ও পরোয়ানাভুক্ত ১ জনসহ ২ আসামি গ্রেপ্তার হয়েছে। তারা হলেন- সাজাপ্রাপ্ত আসামি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের কালাই মিয়ার ছেলে রুবেল মিয়া ও পরোয়ানাভুক্ত আসামি চাঁনপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে আহমদুল হক। গতকাল এ সব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই আবুল কাশেম, এএসআই ইকবাল হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত