জলঢাকায় উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা স্টেডিয়াম মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন প্রমুখ।