ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাচ্চা প্রসবের পর হাতির মৃত্যু

বাচ্চা প্রসবের পর হাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবকালে একটি মা হাতির মৃত্যু হয়েছে।

গত রোববার বিকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড়ে হাতিটির মৃত্যু হয়।

বন বিভাগের লোকজন হাতি শাবকটি উদ্ধার করেছে। বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হরিখোলা বনে একটি মা হাতি বাচ্চা প্রসবের সময় মারা গেছে। এরপর গত রোববার বিকালে হোয়াইক্যং বিটের বনরক্ষীরা ঘটনাস্থল থেকে হাতি শাবকটি উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়।

মারা যাওয়া হাতিটি মাটি চাপা দেয়ার কাজ চলছে। তিনি আরো জানান, উদ্ধার হওয়া হাতি শাবকটি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত