ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে বাকপ্রতিবন্ধী তরুণীকে গলা কেটে হত্যা

শেরপুরে বাকপ্রতিবন্ধী তরুণীকে গলা কেটে হত্যা

সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রাম থেকে ৬ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে সাদিয়া বেগম (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া বেগম সদর উপজেলার সাহাব্দীচর গ্রামের জনৈক জামাদার মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদিকে গত রোববার রাতের কোন এক সময়ে বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কে বা কারা কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। গতকাল সোমবার সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে শেরপুর সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত সাদিয়া বেগমের লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। উপ-পরিদর্শক তারেক জানান, এঘটনায় পর থেকে তার মা ছাড়া বাবা ও পরিবারের লোকজন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তবে সাদিয় বেগমের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত