নোয়াখালীর বেগমগঞ্জে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আওতায় পরিচালিত মুসলিম এইড ইউকে এইড এর আর্থিক সহায়তায় বেগমগঞ্জ উপজেলায় বন্যাকবলিত জনগণের জন্য প্রারম্ভিক পুনরুদ্ধার সহায়তা প্রকল্প আরলি রিকোভার সাপোর্ট ফর ফ্লুড এফেক্টেট কমিউনিটিস ইন সাউথ ইস্টার্ন বাংলাদেশ এর আওতায় হাজীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ উপকারভোগীদের মাঝে ঢেউ টিন ও স্বাস্থ্য সুরক্ষা কিট সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান শাহ আজিম মির্জার সভাপতিত্বে কারিতাস বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মিজ রূপনা দাশ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল এর আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা।