সিরাজগঞ্জে সাবেক মন্ত্রীসহ ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদল নেতা আব্দুল হালিম বাদী হয়ে বেলকুচি থানায় এ মামলা করেন।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৩ সালের ২৭ নভেম্বর দুপুরের দিকে বেলকুচি উপজেলার মুকন্দগাতী এলাকা হতে ১৮ দলীয় জোটের একটি মিছিল বের করা হয়। এ মিছিল সোনালী ব্যাংকের সামনের সড়কে পৌঁছালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে আসামিরা মিছিলে হামলা চালায় এবং তারা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ওই জোটের তিন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় দীর্ঘদিন পর গত রোববার রাতে এ মামলা দায়ের করা হয়।
এ মামলার প্রধান আসামি সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, তাদের ছেলে লাজুক বিশ্বাস, সাবেক পৌর মেয়র যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজা, আওয়ামী লীগ নেতা আব্দুল কাহার সিদ্দিকী, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মির্জা সোলায়মান হোসেন, ইউপি চেয়ারম্যান সোনিয়া আকন্দসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয় এবং এ মামলায় আরো অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গত রোববার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাকে ১৫ পুলিশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামিকে করে ওইদিন রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ওই মিছিলে হামলার মামলায় রাতেই তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।