টাকা ও স্বর্ণালংকার লুট

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গত রোববার রাতে আলু ব্যবসায়ী সমির আলী মিয়ার বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির খবর পেয়ে রাতে বালিয়াকান্দি থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অপরাধীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছে।